জামাত নাকি ইসলাম

বিভিন্ন ব্লগ ঘুরে ঘুরে একটা বিষয় লক্ষ্য করলাম আমরা অনেকেই জামাত কে আঘাত করতে গিয়ে ইসলামকে আঘাত করে বসি যা অত্যন্ত দুখজনক ও আপত্তিকর।জামাত ধর্ম ব্যবসায়ী,রাজাকার,মোনাফেক চরিত্রের ,তাদের অনেক বিশ্বাস ইসলামের সাথে সমঞ্জস্যশীল নয় এগুলো আমরা মানি এবং এগুলোর সমালোচনা করা উচিত এটা ঠিক আছে । কিন্তু জামাত তাদের অপকর্ম কে ইসলাম বলে চালিয়ে দিলে ইসলাম সমালোচিত হবে কেন। তাই আমরা সমালোচনা করার সময় অবশ্যই খেয়াল রাখব যেন ইসলামকে আঘাত করে না বসি।হ্যা কিছু লোক আছে যারা ,জামাতকে মাধ্যম বানিয়ে ইসলামের সমালোচনায় লিপ্ত হওয়াকে সুযোগ হিসাবে গ্রহণ করবে, তাদের কথা ভিন্ন।তাদের কে ঘেউ ঘেউ করতে দিন।কিন্তু সমস্যা হল সরলপ্রাণ কিছু মুসলমানকে নিয়ে যারা বিষয়টা বুঝতে না পেরে ইসলামের সমালোচনায় লিপ্ত হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে।আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যদি জামাতের কেউ চাঁদা তুলতে গিয়ে কোরানের এই আয়াত দারা প্রমাণ দেয়ার চেষ্টা করে "তোমরা কল্যাণকর কাজে একে অন্যকে সাহায্য কর" তাহলে ইসলামকে আপনি চাঁদাবাজির ধর্ম বলতে পারেন না।জামাতিরা দাড়ি রাখে বলে আমরা দাড়িকে অবজ্ঞা করব কেন দাড়িটা জামাতিদের কিছু না দাড়ি রাখা ইসলামের নির্দেশ।জামাত তাদের সন্ত্রাসী কর্মকান্ডকে জিহাদ বলে চালিয়ে দিল আর আমরাও বলতে শুরু করলাম জিহাদ মানে সন্ত্রাস এটা মেনে নেয়া যায় না।আপনার বাবা প্যান্ট শার্ট পরেন, আরেক প্যান্ট শার্ট পরা লোক ধর্ষণ করেছে বলে আপনার বাবাকে আপনি ধর্ষক বলেন না। তেমনি জামাত অপকর্ম করলে ইসলামকে দায়ী করবেন কেন? তাই আমি অনুরোধ করব কিছু লিখার আগে ঠিক করে নিন আপনার টার্গেট জামাত নাকি ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন